ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

পৃথিবীতে প্রথম যে ফুল ফুটেছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৫৫, ২৫ আগস্ট ২০১৭

প্রাগৈতিহাসিক কাল থেকেই পৃথিবীর জল ও স্থলের অরণ্যরাজিকে শোভিত করে রেখেছে ফুল। কিন্তু পৃথিবীতে প্রথম কোন ফুলটি ফুটেছিল এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না উদ্ভিদবিজ্ঞানীদের মধ্যে।

বহু গবেষণার পর সবচেয়ে আদিমতম ফুলের একটি থ্রিডি মডেল তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। বিজ্ঞানীদের দাবি, আধুনিক যুগের জলপদ্মের মতো দেখতে সাদা রঙের ওই ফুলটিই ১৪ কোটি বছর আগে পৃথিবীতে প্রথম ফুটেছিল।

সম্প্রতি নেচার কমিউনিকেশন সাময়িকীতে এই ফুলের থ্রিডি ছবিসহ বিস্তারিত গবেষণাপত্র প্রকাশ করা হয়। গবেষণাপত্রে জানানো হয়, উভলিঙ্গীয় এই ফুলে আলাদাভাবে পরাগায়ন ঘটাতে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হতো না। এ ফুলে একইসঙ্গে পুং ও স্ত্রীস্তবক বিদ্যমান ছিল।

প্রখ্যাত বিজ্ঞানী ও গবেষণাপত্রের মূল লেখক ড. হার্ভে সাউকুয়েট বলেন, ১৪ কোটি বছর আগে যখন এই ফুল যখন ফুটত তখন পৃথিবীতে ছিল ডাইনোসরের মতো বিশালাকৃতির সরীসৃপরা। এর কোনো ফসিল আজ পর্যন্ত পাওয়া যায়নি। বর্তমানে পৃথিবীতে পাওয়া যায় এমন সব ফুলের আকার, আকৃতি, রঙ, পরাগায়নসহ অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা-নিরীক্ষা করে এই ফুলের মডেল তৈরি করা হয়েছে। সূত্র: টেলিগ্রাফ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি