ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেঁয়াজপ্রেমি বাংলাদেশিদের বিদ্রূপ তসলিমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৬ অক্টোবর ২০১৯ | আপডেট: ১২:৪৫, ৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

বাঙ্গালি রান্নার অন্যতম উপকরণ পেঁয়াজ। হঠাৎ করেই কয়েকগুন দাম বেড়ে যাওয়ায় চারিদিকে চলছে আলোচনা। আর সেই আলোচনায় ঘি ঢাললেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।

তিনি নিজ ফেইসবুক প্রফাইলে এ নিয়ে লেখেন, ‘বাংলাদেশে সব রান্নায় পিঁয়াজ দেয়। ইলিশ রান্ধুক, পাব্দা রান্ধুক, ঢেঁড়শ, মুগ ডাল কিছুই বাদ নাই। পিঁয়াজ। পিঁয়াজ কেন দিতে হইবই না বুইঝাই পিঁয়াজ। কড়াইয়ে তেলডা গরম হউয়ার সাথে সাথেই পিঁয়াজ। ধনী দরিদ্র নারী পুরুষ হিন্দু মুসলিম নির্বিশেষে পিঁয়াজ। একজন ত বাংলাদেশ ঘুইরা আইসা আমারে কয়, বাংলাদেশে ত মাইনষেরা পিঁয়াজ রান্ধে।

পিয়াজ রান্ধে মানে?

হ। ওরা পিঁয়াজ রান্ধে। পিঁয়াজ কখনো মাছ দিয়া রান্ধে, কখনো মাংস দিয়া রান্ধে, কখনো ডাইল দিয়া রান্ধে, কখনো তরিতরকারি দিয়া রান্ধে।’
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি