ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

পেঁয়াজের নায্য দাম পেতে মহারাষ্ট্রের কৃষকদের লংমার্চ

আশরাফ শুভ, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ১৬ মার্চ ২০২৩

পেঁয়াজের নায্য দাম পেতে  লংমার্চ শুরু করেছেন ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। নাসিক থেকে পায়ে হেঁটে মুম্বাইয়ের দিকে এগোচ্ছেন ২০ হাজারেরও বেশি কৃষক। লংমার্চের নেপথ্যে সিপিআইএমের কৃষক সংগঠন কিষান সভা। 

চীনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। দেশটির অর্ধেকের বেশি পেঁয়াজের আবাদ মহারাষ্ট্রে। এ বছর পেয়াজের দাম না পাওয়ার ক্ষতির মুখে হাজারো কৃষক।

পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজের দর এখন ২ থেকে ৪শ রুপি। স্বাভাবিক বাজার মূল্য  ১২শ রূপির বেশি হওয়ারই কথা না। বর্তমান বাজারদরে উৎপাদন খরচই পাচ্ছে না কৃষক। 

এ অবস্থায় ন্যায্যমূল্য বেধে দেয়াসহ ১৭ দফা দাবিতে আন্দোলনে মহারাষ্ট্রের কৃষক। সিপিএমের কিষান সভার নেতৃত্বে নাসিক থেকে মুম্বাই, প্রায় ২০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করেছে ২০ হাজারেরও বেশি কৃষক। 

পেঁয়াজের দাম বেধে দেয়ার পাশাপাশি কৃষকদের ১৭ দফা দাবির মধ্যে রয়েছে মহারাষ্ট্রে অরণ্যের অধিকার আইন কার্যকর করা। আইনটি কার্যকর হলে ভূমিহীন আদিবাসী কৃষকেরা সংরক্ষিত বনাঞ্চলে চাষের অধিকার পাবেন। অন্য দাবির মধ্যে রয়েছে, দিনে ১২ ঘণ্টা বিদ্যুতের যোগান, বকেয়া কৃষি ঋণ মওকুফ এবং প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতিপূরণ।

এর আগে সোমবার কৃষকের ক্ষতি সামাল দিতে কুইন্টালপ্রতি কৃষককে ৩০০ রূপি সহায়তার ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। তবে কৃষকের দাবি, প্রতি ১০০ কেজিতে ৬শ রূপি ভর্তুকি। 

লংমার্চ মুম্বাই পৌঁছানোর পর সোমবার রাজ্য সরকারের সাথে বৈঠকের কথা রয়েছে কৃষক নেতাদের।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি