ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেছন দিকে হাঁটার ৮টি আশ্চর্য উপকারিতা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ২১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সুস্থ থাকতে হাঁটার বিকল্প নেই, তা সবার জানা। হাঁটলে শরীর ও মন থাকে চনমনে। কিন্তু সোজা না হেঁটে যদি পেছন দিকে হাঁটেন তাহলে তার সুফল মিলবে আরও জলদি! মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য পেছনের দিকে হাঁটার কথাই বলছেন বিশেষজ্ঞরা। 

এবার জেনে নেওয়া যাক পেছনে হাঁটার ৮টি আশ্চর্য উপকারিতা সম্পর্কে...

* অবসাদ দূর করে।

* আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

* কাজ করার ক্ষমতা বাড়ে।

* ঘুমের সমস্যা থাকে না।

* পায়ের মাংসপেশির স্ট্রেন্থ বা শক্তি বৃদ্ধি পায়।

* হাড় মজবুত করে।

* ওজন নিয়ন্ত্রণে রাখে।

* হজম শক্তি বা মেটাবোলিজম বাড়ায়।

প্রতিদিন সকাল ও বিকেল আধা ঘণ্টা অভ্যাস করুন পেছনে হাঁটার। প্রথম প্রথম হাঁটতে একটু অসুবিধা হলেও অভ্যাস হয়ে গেলে ধীরে ধীরে স্পিড বাড়ান। 

তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে পেছন দিকে হাঁটার জন্য অবশ্যই এলাকার কোনও নিরাপদ ও অপেক্ষাকৃত ফাঁকা রাস্তা বেছে নিতে হবে। না হলেই বিপদ!
সূত্র: জি বাংলা নিউজ

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি