ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পেটভর্তি লোহালক্কড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:২২, ২ অক্টোবর ২০২১

মানুষের পেটের মধ্যে পাওয়া গেলো নখ, স্ক্রু, নাট-বল্টু এবং ছুরি। বিষয়টি কল্পনায় না আসলেও এমনটাই ঘটেছে। 

লিথুয়ানিয়ার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন লিথুয়ানিয়ান ব্যক্তির পেট থেকে অপারেশনের মধ্য দিয়ে এক কেজির বেশি নখ, স্ক্রু, নাট-বল্টু এবং ছুরি বের করা হয়েছে।

তিনি দীর্ঘ দিন মদের নেশায় আসক্ত ছিলেন। মদ ছাড়ার পর তিনি এক মাস ধরে ধাতব বস্তু খেয়েছিলেন। যা চিকিৎসক মারফত জানা গিয়েছে।

লিথুয়ানিয়ার এলআরটি পাবলিক ব্রডকাস্টারের মতে, ক্লাইপেদা ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় উদ্ধার করা কিছু বস্তু ১০ সে.মি (৪ ইঙ্) দীর্ঘ ছিল।

ক্লাইপেদা ইউনিভার্সিটি হাসপাতালের সার্জন সারুনাস ডেইলিডেনাস এটিকে “অনন্য কেস” বলে অভিহিত করেছেন।

তার লেখায় (লিথুয়ানিয়ান ভাষায়), এলআরটি একটি কেইউএইচ ফটো প্রকাশ করেছে যাতে জরুরী তিন ঘন্টার অপারেশনের পর ধাতব বস্তুতে ভরা একটি সার্জিক্যাল ট্রে দেখানো হয়েছে।

ব্যালটিক সাগর উপকূলে হাসপাতালে তীব্র পেটে ব্যথা সহ অ্যাম্বুলেন্সে লোকটিকে আনা হয়েছিল।

তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে। কেইউএইচ হসপিটালের চিকিৎসক দ্বারা পর্যবেক্ষনে রয়েছে।
সূত্র : বিবিসি
আরএমএ/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি