ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

পেট্রোল-ডিজেল চালিত গাড়ি থাকবেনা যুক্তরাজ্যে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩২, ২৭ জুলাই ২০১৭

বায়ুদূষণ রোধ প্রকল্পের একটি অংশ হিসেবে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আগামী ২০৪০ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক গাড়ি ব্যবহারের উপর জোরদারের কথা ভাবছে দেশটি।

এর পক্ষের প্রচারণাকারীরা বলছেন, পেট্রোল-ডিজেল চালিত যে পরিমাণ গাড়ি চলাচল করছে তাদেরকে সচেতনতার আওতায় এনে প্রকল্পটি বাস্তবায়ন করতে। বায়ু পুরো দূষণমুক্ত করার আগে কিছু কিছু এলাকাকে এমন ভাবে দূষণমুক্ত চিহ্নিত করা উচিত যেন সেখানে ক্ষতিকর রাসায়নিক নিঃসরণকারী গাড়ি প্রবেশ করা মাত্রই জরিমানা করা হয়।

তবে এই ব্যাপারে একটি আইনি লড়াইয়ের পর দেশটির আদালত কর্তৃক মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক নাইট্রোজেন ডাই অক্সাইড নিঃসরণ রোধে ওই পুরনো গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। দেশটির আদালতের নির্দেশনানুযায়ী সরকার নির্দিষ্ট সময়সীমার আগেই বায়ু পরিষ্কারকরণ কর্মসূচি ও ইলেক্ট্রিক গাড়ির ব্যাপারে বিস্তারিত জানাবে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।

দেশটি পেট্রোল-ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধকরণ ও বায়ু পরিশোধনের জন্য মোট ৩০০ কোটি ইউরোর (২৮ হাজার  ৩৫৩ কোটি টাকা)  প্রকল্প হাতে নিয়েছে।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি