ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পেন্সিলে হাতেখড়ি, কিন্তু কোথা থেকে এলো এই পেন্সিল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ২৭ মে ২০২৩

Ekushey Television Ltd.

প্রায় সব শিশুদেরই হাতেখড়ি পেন্সিলে, তাই পেন্সিল চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। কিন্তু কেমন করে আবিষ্কৃত হলো এই মজার পেন্সিল? তাহলে জানা যাক সেই অজানা কথা।

১৫৬৪ সালে ইংল্যান্ডের কাম্ব্রিয়ার এক খনিতে প্রথম পেন্সিল আবিষ্কৃত হয়। এই খনি কোনো সোনা-দানা, কে হীরে-জহরতের খনি নয়। এটি হচ্ছে গ্রাফাইটের খনি। গ্রাফাইট হচ্ছে এক ধরনের কয়লা। এই গ্রাফাইটগুলো পরিষ্কার করে লম্বা আকারে কাটা হতো। তারপর হাতে বানানো কাঠের খাপে সেগুলো রেখে তৈরি হতো পেন্সিল। কিন্তু আমরা যাকে এখন পেন্সিল নামে ডাকি, তার নাম কিন্তু আবিষ্কারের পর প্রথমে ভুল দেয়া হয়েছিল। একে সিসার পেন্সিল বা ‘প্লামবাগো” বলে ডাকা হতো। আর এই ভুলটা করার কারণ হচ্ছে তখনো মানুষ জানতো না যে গ্রাফাইট হচ্ছে কয়লারই একটা জাত। কালো রঙের গ্রাফাইটের কিছু কিছু বৈশিষ্ট্য সিসার সঙ্গে একেবারেই মিলে যায় বলে একে কালো সিসাও বলা হতো।

ভুল নাম দিলেও ইংরেজরা প্রথম দিকে লেখালেখির এই নতুন মাধ্যমটি দিয়ে একচেটিয়া ব্যবসা করেছিল । কারণ গ্রাফাইটের খনিগুলো ছিল তাদের দখলে। আর তখনো পৃথিবীর অন্য কোথাও গ্রাফাইট পাওয়া যায়নি। তাই কেউ কোনো পেন্সিলও বানাতে পারতো না। পরে জার্মানিতে পেন্সিল তৈরি শুরু হয়। এরপর ১৭৯৫ সালে নিকোলাস কন্টি নামে এক ফ্রান্সের নাগরিক পেন্সিল তৈরি করেন। প্রাচীন গ্রিক ও রোমানরা পেন্সিল ব্যবহার করতো বলে জানা যায় । আঠারো শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠপেন্সিল তৈরি করা হয় । মূলত উনিশ শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেন্সিল বানানো শুরু হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি