ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২১ জন। 

বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে যাচ্ছিলো। রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি এক পর্যায়ে ২শ’ মিটার গভীর খাদে পড়ে যায়।

এতেই হতাহতের এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি