ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২৮ জুন ২০২৪

পেরুর উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয় এবং সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাজধানী লিমা পর্যন্ত ভবনগুলো কেঁপে ওঠে বলে কর্মকর্তা জানান।

স্থানীয় সময় বেলা ১২টা ৩৬ মিনিটে পেরুর আরেকুইপা অঞ্চলের উপকূল থেকে প্রায় এক মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

পেরুর ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আরেকুইপাতেও বেশ কিছু আফটারশক রেকর্ড করা হয়েছে।

পেরুর কর্তৃপক্ষ দেশটির উপকূলে একটি সুনামি সতর্কতা জারি করে সতর্ক করেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই।

তবে পরে কেন্দ্র থেকে জানানো হয়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরো ১ থেকে ৩ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।’ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রায় এক ঘন্টা পর জানায় সুনামির আশঙ্কা এখন নেই। 

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী আকারি শহরের একটি হাসপাতালে ভূমিকম্পে আহত তিনজনকে চিকিত্সা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ ঘটনায় ভূমিধস, বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দেখা গেছে, প্রায় ৩০ সেকেন্ড ধরে সব কাঁপছে। 

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি