ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পেলে ও রোনাল্ডোকে স্পর্শ করলেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৬ ডিসেম্বর ২০২২

দক্ষিণ কোরিয়ান বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করার মাধ্যমে তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে তিনটি বা তার বেশি বিশ্বকাপে গোলের কৃতিত্ব অর্জন করেছে নেইমার।

এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান দুই কিংবদন্তী পেলে ও রোনাল্ডোকে স্পর্শ করেছের। এর মধ্যে পেলে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। চারটি ভিন্ন আসরে পেলে গোল করার কৃতিত্ব দেখিয়েছে। আর রোনাল্ডো ও নেইমার করলেন তিনটি বিশ^কাপে। এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ^কাপেও গোল করেছেন নেইমার। 

গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এই গোলের মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলেকে ধরতে আর মাত্র একটি গোল বাকি নেইমারের। ৭৭ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে পেলে।

ইতোমধ্যেই রোনাল্ডোর ৬২ গোলের কৃতিত্বকে অনেক আগেই ছাড়িয় গেছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। 

বিশ^কাপ ক্যারিয়ারে ১২ ম্যাচে নেইমার কাল সপ্তম গোল দিয়েছেন। বিশ^কাপে রোনাল্ডো ও পেলের গোলসংখ্যা যথাক্রমে ১৫ ও ১২। 

গোঁড়ালির ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সুইাজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি নেইমার।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি