ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পেলের পাশে নাম লেখালেন এমবাপ্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৯, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ২৩:০২, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল দিয়ে পেলের পাশে নাম লিখিয়েছেন ফরাসি মিডফিল্ডার এমবাপ্পে।

তিনিই বয়সে দ্বিতীয় কোনো তরুণ যিনি বিশ্বকাপের ফাইনালে গোল করলেন। ক্রোয়াটদের বিপক্ষে ৬৫ মিনিটে দলকে চতুর্থ গোল এনে দেন কাইলান এমবাপ্পে। 

৬৫ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নিতে নিজেই গোল করেন এবারের বিশ্বকাপে ‘গতিমানব’ খ্যাতি পাওয়া এমবাপে। সতীর্থ হার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল থেকে ফ্রান্সের জন্য চতুর্থ গোলটি করেন মাত্র ১৯ বছর বয়সী এমবাপে।

এরআগে ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে মাঠে নামেন ব্রাজিলিয়ান উদীয়মান তারকা পেলে।

ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়াকে হতাশায় ডুবিয়ে ৪-২ গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় জিদানের উত্তরসূরীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি