ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পেলের ৬০ বছর পর এমবাপ্পে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:৩১, ১ জুলাই ২০১৮

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে এক ম্যাচে টিনেজার হিসেবে জোড়া গোল করলেন ফ্রান্স তারকা কাইলিয়ান এমবাপ্পে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের পর এমবাপ্পেই টিনেজ তারকা হিসেবে নাম লেখালেন। এর ফলে এমবাপ্পে ছুঁয়েছেন ৬০ বছর আগে গড়া পেলের কীর্তি।

শনিবার কাজান অ্যারেনায় রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স। ৬৪ মিনিটে দারুণ গোল করে দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।

১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন পেলে। কিংবদন্তি এ ব্রাজিলিয়ান ফুটবলারের পাশে নিজের নাম ওঠায় দারুণ খুশি ১৯ বছর বয়সী এমবাপ্পে।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের পর প্রথম টিনএজার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে জোড়া গোল করলেন ফ্রান্সের এ ফরোয়ার্ড।

আর তাই এমবাপ্পেকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন পেলে। লিখেছেন, ‘অভিনন্দন কিলিয়ান এমবাপ্পে! বিশ্বকাপের এক ম্যাচে এ বয়সে দুইটি গোল, সত্যিই তোমার প্রতিভার জবাব। পরবর্তী ম্যচগুলোর জন্য তোমার সৌভাগ্য কামনা করছি। তবে ব্রাজিল ছাড়া।’

আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারানোর পর স্ট্রাইকার এমবাপ্পের কাঁধে ভর করে বিশ্বকাপের তিনটি ম্যাচ জিতলো ফ্রান্স। সেইসঙ্গে আগামী শুক্রবার (০৬ জুলাই) কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামতেও পুরো প্রস্তুত রয়েছেন ফরাসিরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি