ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পোশাক বিতর্কে মালাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে স্পাইসি গার্ল হিসেবে পরিচিত মালাইকা আরোরা খান। সংক্ষিপ্ত পোশাকে তাকে দেখতে অভ্যস্থ অনেকেই। ইনস্টাগ্রামে এ ধরণের ছবি পোস্ট করে প্রায়ই বিতর্কে আসেন তিনি। যখনই কোন ছবি প্রকাশ করেন সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে লাইক যেমন আসতে থাকে তেমনই আসতে থাকে কমেন্টও।

সম্প্রতি একটি পার্টিতে তোলা ছবি প্রকাশ করে বিতর্ক আর তোপের মুখে পড়েছেন মালাইকা। এতে তার পোশাক ছিল খুবই ছোট। আর এই পার্টির ছবি অনলাইনে পোস্ট করে ভক্তদের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

সে পার্টিতে আমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর, করিশমা কাপুর, করণ জোহর সহ আরও অনেকে। পার্টিতে করণের সঙ্গে একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মালাইকা আরোরা খান। ছবি দেখে ক্ষেপে যান মালাইকার ফ্যানেরা।

ভক্তরা একেরপর এক প্রশ্ন করতে থাকেন, কেন এত ছোট পোশাক পরেছেন মালাইকা?‌ একজন লিখেছেন, ‘‌মালাইকা যখনই তুমি ইনস্টাগ্রামে ছবি পোস্ট কর, তখনই তোমার হাতে দেখা যায় মদের গ্লাস। আর তোমার শরীরে তো পোশাক প্রায় থাকেই না।’‌

যদিও ভক্তদের সমালোচনার জবাব দিয়ে কিছু লেখেননি মালাইকা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি