ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পোড়া ১৪ জনের ঠাঁই আজিমপুর গোরস্থানে

প্রকাশিত : ০৮:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৮:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুনে পুড়ে মারা যাওয়া ৮১ জনের মধ্যে ১৪ জনকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪টি মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সমাজকল্যান কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের খবর পাওয়ার পর এরইমধ্যে পঞ্চাশটির মত কবর খোঁড়া হয়েছে। এসব কবরে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪জনের দাফন সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী কবরস্থান রাত ১১টা পর্যন্ত খোলা থাকলেও চকবাজারে অনেক মানুষ মারা যাওয়ায় আগামী ২৪ ঘন্টা কবরস্থান খোলা থাকবে। ফলে যেকোনো সময় জানাজা শেষে দাফন সম্পন্ন করতে প্রস্তুত কবরস্থানের কর্মীরা।

যাদের দাফন করা হয়েছে তারা হলেন-চকবাজারের ১৭/কেবি রুদ্র রোডের মো. ইয়াসিন (৩২), কামরাঙ্গীর চরের পূর্বনগর ইসলাম নগরের মো. ইসহাক (৪৮), ৪ নম্বর নাজিমুদ্দিন রোডের আরাফাত ইসলাম সিয়াম (১৯), ৩৬/১ ডুরি আঙ্গুল লেনের রাশেদুল ইসলাম মিঠু (৪০), তার স্ত্রী সানিয়া ইসলাম (৩১), ছেলে শাহীর (৩), ২৩৬/১, জেএম সাহা রোডের মো. নয়ন খান (২৫), ১৬ নম্বর নন্দ কুমার দত্ত লেনের অছিউদ্দিন (২৩), ২৩/৩/এ আরএন ডি রোডের মো. বিল্লাল হোসেন (৪৬), ৩২/৩৩ ওয়াটার ওয়ার্কাস রোডের মো. জুম্মান (৫২), ১৭/২ রহমতগঞ্জ লেনের মো. আলী (৩২), তার বড় ভাই অপু রায়হান (৩৩), তার ছেলে আরাফাত (৩) এবং জয়নাল আবেদিন বাবুল (৫৬)।

টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি