ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্যারাগুয়েকে ৪-২ গোলে হারিয়েছে জাপান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১৩ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-২ গোলে হারিয়েছে জাপান।
বিশ্বকাপের আগে টানা চার ম্যাচ হারের পর জয় পেয়েছে দলটি। আর এই জয়ে বিশ্বকাপে নিজেদের ফর্ম ফিরে পেয়েছে গ্র“প এইচে থাকা জাপান। ৩২ মিনিটে প্যারাগুয়ের হয়ে ওসকার রোমেরো গোল করলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ৫১ ও ৬৩ মিনিটে তাকাশি ইনুই গোল করলে ২-১ এ লিড নেয় জাপান। ৭৭ মিনিটে আত্মঘাতি গোলে ৩-১এ পিছিয়ে পড়ে প্যারাগুয়ে। ৯০ মিনিটে দলের হয়ে রিচার্ড অর্টিজের গোল ৩-২ এ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। জাপানের হয়ে অতিরিক্ত সময়ে শেষ গোলটি করেন শিনজি কাগওয়া। ১৯ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে জাপান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি