ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্যারাসুট অ্যাডভান্সডের ক্যাম্পেইনের বিজয়ীরা যাচ্ছেন কক্সবাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

দেশের মোস্ট লাভড হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড আয়োজিত বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ী ৮জন তাদের মা সহ (তাদের পছন্দের তৃতীয় ব্যাক্তিও সঙ্গে থাকতে পারবেন) প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে দুই দিনের জন্য বিমানে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। 

সম্প্রতি আয়োজিত ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনটি অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। #প্যারাসুটঅ্যাডভান্সড এবং #মাইমাদারমাইস্ট্রংরুট হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন ছবি ও লেখনীর মাধ্যমে তারা মায়েদের সাথে তাদের আবেগপূর্ণ গল্পগুলো তুলে ধরে। প্রতিটি গল্পেই মায়ের সাথে তাদের সম্পর্কের মজবুত বন্ধন কীভাবে তাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে তা উঠে আসে। অসংখ্য সৃজনশীল গল্প থেকে সেরা ৮ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ময়মনসিংহ থেকে আসমা হোসেন মৌ, ঢাকা থেকে আশা পল, রংপুর থেকে সুদীপ্ত কবির দ্বীপ, খুলনা থেকে সুরাইয়া আজমী মৌলি, মুন্সীগঞ্জ থেকে তামান্না, রাজশাহী থেকে নওশীন জুঁই, নেত্রকোনা থেকে মেহজাবিন মারিয়া, এবং চট্টগ্রাম থেকে শুভ্রা দাস চৌধুরী।

প্যারাসুট অ্যাডভান্সডের ‘মায়ের সাথে আকাশপথে’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ব্র্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়েছে।
/আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি