ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

প্যারিস চুক্তি সরে আসার ঘোষণা দিল আমেরিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২ জুন ২০১৭ | আপডেট: ০৯:৫৬, ২ জুন ২০১৭

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে এবার আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে যুক্তরাষ্ট্রের জন্য উপযোগী কোনো নীতির ব্যাপারে নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, প্যারিস নয় যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে নির্বাচিত হয়েছেন তিনি। শিগগরিই বেশ কয়েকটি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে বলেও জানান ট্রাম্প। এরইমধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়েছে ফ্রান্স, জার্মানি ও ইতালি। চুক্তি থেকে বেরিয়ে আসায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের পাশাপাশি নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, সুইডেনসহ বিভিন্ন দেশ।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি