প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আগমী সপ্তাহে
প্রকাশিত : ১২:৫৫, ২৮ মে ২০১৭ | আপডেট: ১১:৫৯, ২৯ মে ২০১৭
প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার বিদেশ সফরের শেষ দিনে টুইটার বার্তায় এ’ কথা জানান ট্রাম্প। এরআগে ইতালির সিসিলিতে জি-সেভেনভুক্ত দেশের নেতাদের ট্রাম্প বলেন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে স্বাক্ষরিত জলবায়ু চুক্তিতে অনুমোদন দেবেন কি না, সে বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে তার দেশ। অন্যদিকে, চুক্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দ্রুত কার্যকর করার তাগিদ দিয়েছে জার্মানি, যুক্তরাজ্যসহ ৬ সদস্য দেশ। ট্রাম্পের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওই সব দেশের নেতারা। এ সম্মেলনে শুধু জলবায়ু চুক্তি নয়, শরণার্থী ইস্যুতেও ৬ দেশের বিপরীতে অবস্থান নেন ট্রাম্প।
আরও পড়ুন