প্যারিস থেকে কায়রোর পথে ৬৯ জন আরোহী নিয়ে মিশরের বিমান নিখোঁজ
প্রকাশিত : ১১:০৭, ১৯ মে ২০১৬ | আপডেট: ১১:০৭, ১৯ মে ২০১৬
ফ্রান্সের প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৯ জন আরোহী নিয়ে মিশরের একটি বিমান নিখোঁজ হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছে। তারা জানান, ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি প্যারিস থেকে ছেড়ে যাওয়ার পর কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে রাডার থেকে হারিয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মিশরের আকাশসীমা থেকে ১৬ কিলোমিটার দূরে এসে এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানে ৫৯ জন যাত্রী ও ১০ জন ত্র“ু ছিলেন। এরইমধ্যে বিমানটির সন্ধানে অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। প্যারিসের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৯ মিনিটে কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি।
আরও পড়ুন