ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্যারিস হামলার বিস্ফোরকে ব্রাসেলস হামলার সন্দেহভাজনের ডিএনএ

প্রকাশিত : ১৬:৩৪, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ২৬ মার্চ ২০১৬

নভেম্বরে ভয়াবহ প্যারিস হামলায় ব্যবহৃত বিস্ফোরকের আলামতে ব্রাসেলস হামলার সন্দেহভাজন নাজিম লাশরাউয়ির ডিএনএ পাওয়া গেছে। হামলায় জড়িতদের ধরতে সাড়াশি অভিযান চালাচ্ছে  বেলজিয়াম। এতে একাত্ম হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোও। এরিমধ্যে, আইএস বিরোধী অভিযানে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। সন্দেহ ছিলো আগে থেকেই। নভেম্বরে ভয়াবহ প্যারিস হামলার সাথে যোগসূত্র রয়েছে ব্রাসেলসের হামলার। প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেসলামকে আটকের চারদিনের মাথায় ব্রাসেলসে হামলা তারই প্রমাণ দিচ্ছিলো। শেষ পর্যন্ত সে প্রমাণই মিললো। প্যারিস হামলায় ব্যবহৃত বিস্ফোরক বেল্টে ব্রাসেলস হামলার সন্দেহভাজন নাজিম লাশরাউয়ির ডিএনএ পেয়েছেন তদন্তকারীরা। হামলায় অংশ নেয়া সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে একজন এখনো পলাতক। তাকে আটকের জন্য সাড়াশি অভিযানে নেমেছে পুলিশ। অভিযান চলাকালেও শুক্রবার ব্রাসেলসের সেইয়ারবিক এলাকায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর মেলেনি। এদিকে, যে কোনো মূল্যে সন্ত্রাসবাদ রুখতে দৃঢ়প্রত্যয় জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছেন বেলজিয়ামবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি