ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্যারিসে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ৩ ডিসেম্বর ২০২৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক জার্মান পর্যটককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

শনিবার আইফেল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।

ফরাসী কর্তৃপক্ষ বলছে, হামলাকারী একজন উগ্র ইসলামীপন্থী এবং মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে।

ফ্রান্সের সন্ত্রাস বিরোধী কৌঁসুলীরা বলেছেন, তারা এখন বিষয়টি তদন্ত করবে।

আরও বলা হয়, হামলাকারী ফরাসী। সে ১৯৯৭ সালে জন্ম নিয়েছে। হত্যা ও হত্যাচেষ্টার কারণে তাকে গ্রেফতার করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন জানিয়েছেন, হামলার পরিকল্পনার অভিযোগে লোকটিকে ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে সে সময়ে হামলা চালাতে ব্যর্থ হয়েছিল সে।

উল্লেখ্য, ইসরাইল ও হামাসের চলমান যুদ্ধের কারণে ব্যাপক সংখ্যক মুসলমান ও ইহুদি বসবাসকারী ফ্রান্সে দিন দিনই উত্তেজনা বাড়ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি