ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্যারিসে পাওয়া গেল মোনালিসার নগ্ন স্কেচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ফ্রান্সের রাজধানী প্যারিসে মোনলিসার একটি নগ্ন স্কেচ (চিত্রকর্ম) পাওয়া গেছে। যেটি প্রায় দেড় শতাধিক বছর আগে আকা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইতালীর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চিই এটিই একেছেন বলে ধারণা করা হচ্ছে।

`মোনালিসা` চিত্রকর্মটি নিয়ে রহস্যের শেষ নেই। কেউ কেউ বলেছেন, ‘মোনালিসা’ শিল্পীর কল্পিত কোনো মানুষ এটি। আবার কেউ-কেউ দাবি করেছেন, বাস্তবে `মোনালিসা` নামে কেউ একজন ছিলেন। যাকে দেখেই লিওনার্দো চিত্রকর্মটি করেছিলেন।

স্কেচটি এক সময় লিওনার্দো দ্য ভিঞ্চির স্টোডিওতে ছিল বলে বিশেষজ্ঞরা জানান। তাদের মতে, মোনালিসার চিত্রকর্ম এবং এই নগ্ন স্কেচ একই চিত্রশিল্পী অঙ্কন করেছেন।  যার যথেষ্ট প্রমাণ তারা পেয়েছেন।

প্যারিসে লুভর মিউজিয়ামে পরীক্ষার পর এর কিউরেটরা মনে করছেন যে, মোনালসিার নগ্ন স্কেচ অন্তত লিওনার্দোর কাজের অংশ। প্যারিসের উত্তরে চ্যান্টিলির রাজপ্রাসাদে কন্ড মউিজয়িামে ১৮৬২ সাল থেকে রয়েছে। তাঁর বিখ্যাত কর্ম `মোনালসিা` বিশ্বজুড়ে স্বীকৃত।

সূত্র : বিবিসি।

/এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি