প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
প্রকাশিত : ০৯:২২, ২৮ জুন ২০১৮
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রকাশক বাচ্চু হত্যার প্রধান আসামি জিএমবি সদস্য আবদুর রহমান নিহত হয়েছেন। গ্রেফতারের তিন দিনের মাথায় ‘বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটলো। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ডিআইওয়ান মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাসমহল বালুরচরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
নজরুল ইসলাম বলেন, গত রোববার অভিযান চালিয়ে গাজীপুর থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাকি সঙ্গীদের ধরার জন্য বুধবার রাতে খাসমহল বালুরচরে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
উল্লেখ্য, গত ১১ জুন বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শাহজাহান বাচ্চু। পরবর্তীতে সিরাজদিখান উপজেলার পূর্ব কাকালদি গ্রামের একটি ওষুধের দোকানে বসে সময় কাটান। ইফতারির আগমুহূর্তে দুটি মোটরসাইকেলযোগে চারজন অজ্ঞাত যুবক এসে বাচ্চুকে গুলি করে হত্যা করে।
একে//
আরও পড়ুন