ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

প্রকাশক লুৎফর রহমান চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ জুলাই ২০২০

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক ও সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

তিনি আজ শনিবার (০৪ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খান মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লুৎফর রহমান চৌধুরী বড় মগবাজার এলাকার বাসায় একা বসবাস করতেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। পেশাগত কারণে লুৎফর রহমানের স্ত্রী মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

শাহবাগ আজিজ সুপার মার্কেট বইপাড়া হিসেবে গড়ে ওঠার পেছনে যে কয়জন প্রকাশক অবদান রেখেছেন, লুৎফর রহমান চৌধুরী তাদের একজন। তার মালিকানাধীন সন্দেশ প্রকাশনী থেকে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে। ‘সন্দেশ’ নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন তিনি। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি