ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ্যে কাঁদলেন ঐশ্বরিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ক্যামেরার সামনে প্রকাশ্যে কাঁদলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ক্যামেরার সামনে হলেও বলিউড অভিনেত্রীর এ কান্না কোনো অভিনয় ছিল না। বাবার কথা বলতে গিয়েই কেঁদেছেন বচ্চনবধূ। তার সেই ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

বেশ কয়েক বছর ধরেই ‘স্মাইল ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ঐশ্বরিয়া, খবর জিনিউজের। সে সংস্থায় শিশুদের হাসি ফিরিয়ে দেওয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেন এক সময়ের এই বিশ্ব সুন্দরী। অর্থাৎ, অসহায় শিশুরা যাতে ভালভাবে বেঁচে থাকতে পারে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সেই চেষ্টাই চালান বচ্চনবধূ।

‘স্মাইল ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই বাবা কৃষ্ণরাজ রাই-এর কথা মনে পড়ে যাওয়ায় কান্না চেপে রাখতে পারেননি তিনি। তার জীবন গঠনে বাবার ভূমিকার কথা প্রকাশ্যে এনে যেন অতীতে হারিয়ে যান ঐশ্বরিয়া। আর তার কান্নার এই দৃশ্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সূত্র: জিনিউজ

একে//

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি