ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীরের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৭ আগস্ট ২০১৯

প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী মুর্তজা বশীরের ৮৮তম জন্মদিন আজ। ১৯৩২ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এক সল্ফ্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী মুর্তজা বশীরের বাবা উপমহাদেশের প্রখ্যাত ভাষাবিদ জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌।

১৯৪৯ সালে মুর্তজা বশীর ঢাকা আর্ট কলেজে ভর্তি হন। ১৯৪৮ সালে বগুড়ায় ভাষা আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ১৯৫০ সালে গ্রেফতার হয়ে পাঁচ মাস কারাভোগ করেন। পরে তিনি নির্দোষ প্রমাণিত হন। তিনি আন্দোলনের জন্য অনেক কার্টুন ও ফেস্টুন এঁকেছেন। 

১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় স্বাধীনতার দাবিতে আয়োজিত বাংলাদেশ চারু ও কারুশিল্পীদের মিছিলের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

তিনি একাধারে চিত্রশিল্পী, কবি, গল্পকার ও ঔপন্যাসিক। তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, মুদ্রাতত্ত্ববিশারদ। তার কার্টুনগুলো দেশ ও ভাষার জন্য লড়াই এবং ত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়। শিল্পীর চিত্রকলায় নাগরিক জীবন থেকে বেশি এসেছে গ্রামীণ জীবনের কথা।

তিনি একুশে পদক, শিল্পকলা একাডেমি, সুলতান স্বর্ণপদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি