ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রগতির স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন আজাদ

আদিত্য মামুন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৮ এপ্রিল ২০২৩

মৌলবাদের দাবানলের ওপর দাঁড়িয়ে এদেশে প্রগতির স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন আজাদ। মৃত্যুর পরও তাই সমান সমাদৃত সব্যসাচী এই লেখক। সুস্থ সংস্কৃতির ধারক মহতী লেখকের ৭৬তম জন্মদিন আজ।

মুক্তবুদ্ধি, যুক্তিতে প্রজ্ঞা আর জ্ঞান-অভিজ্ঞানে সংস্কৃতির সমীহ- সবমিলে ঋদ্ধ এক বাংলাকে তুলে ধরেছিলেন তিনি। কুসংস্কার আর ঘুনেধরা সমাজের মোহাবিষ্ট মানুষের জন্য তিনি প্রথা ভেঙেছেন। প্রবহমান বাংলার মানুষ আর মানবতা তাঁর কাছে হয়ে উঠেছিল আরাধ্য আর উদ্ভাসনের বিষয়। বলছিলাম-আগুনের কালিতে লেখা বহু প্রবন্ধের স্রষ্টা হুমায়ূন আজাদের কথা।

স্বপ্নের বাঙলা যাতে নষ্টদের অধিকারে না যায় তার জন্যই শত চেষ্টা করে গেছেন চলনে বলনে স্পষ্টভাষী হুমায়ূন। 

কী কবিতা, কী প্রবন্ধ-তাঁর সব লেখাতেই দর্শনের প্রোজ্জ্বল উপস্থিতি।

মৌলবাদের কপাট খুলে দেয়ায় ২০০৪ সালে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছিল লেখককে। দেহ ও মনে ক্ষত নিয়ে পরে জার্মানীতে প্রয়াত হন কিংবদন্তি কথাসাহিত্যিক। দ্রষ্টা হুমায়ূন আজাদের প্রতিটি বাক্য অতল কুঠুরি খুঁজে মনের কোণে জুড়ে দেয় চিন্তার প্রশান্তি।   

এসবি/ 
     
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি