ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ

প্রজ্ঞাপনের প্রস্তুতি আছে, নির্দেশ পাইনি: মন্ত্রিপরিষদ সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৪, ৬ নভেম্বর ২০১৮

মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম কোনো নির্দেশনা পাননি। নির্দেশনা পেলে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠাবেন। রাষ্ট্রপতির অনুমতির পর প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিউল আলম বলেন, পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা যেকোনো নির্দেশনা পালনে প্রস্তুত আছি। নির্দেশনা পেলে এক ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।

এ সংক্রান্ত আরো খবর :  টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকার বলেন আর নির্বাচনকালীন সরকার বলেন সেই সরকারের মন্ত্রিপরিষদ বৈঠক চলতে কোনো বাধা নেই।

আরো পড়ুন : আজই পদত্যাগ করছেন চার টেকনোক্র্যাট মন্ত্রী

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভা হয়। সভায় প্রধানমন্ত্রী টেকনোক্রেট মন্ত্রিদের পদত্যাগের মৌখিক নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে টেকনোক্রেট ৪ মন্ত্রীও জানান যে, তারা আজই পদত্যাগ করতে পারেন।

/ এআর /

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি