ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৬ আগস্ট ২০২০ | আপডেট: ১১:২৯, ১৬ আগস্ট ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়- ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়- ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও সঙ্কটজনক। শনিবার দিল্লির সেনা হাসপাতাল জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। তবে তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

জানা যায়, সুস্থ থাকলে বরাবরই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রণব। রাষ্ট্রপতি ভবন ছাড়ার পরে রাজাজি মার্গের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করতেন তিনি। 

শনিবার গত বছরের স্বাধীনতা দিবসে তোলা ছবি টুইট করে তাঁর কন্যা শর্মিষ্ঠা লিখেছেন, ছোটবেলায় গ্রামের বাড়িতে প্রণব ও তাঁর ভাই জাতীয় পতাকা উত্তোলন করতেন। তখন থেকে কোনও বছর বাদ যায়নি। শর্মিষ্ঠা লিখেছেন, ‘আমি নিশ্চিত, আগামী বছরও উনি স্বাধীনতা দিবস উদ্‌যাপন করবেন।’

গত ১০ আগস্ট টুইটারে ভারতের এই সাবেক রাষ্ট্রপতি জানান, অন্য এক দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। সে সময়য় তিনি টুইটারে আরও লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনা পরীক্ষা করুণ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি