প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ২ ব্যাংক কর্মকর্তা আটক
প্রকাশিত : ১৩:২৯, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৩:২৯, ৩০ মে ২০১৬
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামে ব্যাংক এশিয়া লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
গত রোববার নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ব্যাংক এশিয়ার সিডিএ এভিনিউয়ের শাখা প্রধান মোহাম্মদ হোসনেজ্জামান এবং ভাটিয়ারি শাখার ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ই ফেব্র“য়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। এই দুই কর্মকর্তা শাহ আমানত আয়রন মার্ট ও আল মদিনা এন্টারপ্রাইজের নামে ঋণ প্রাপ্তি ও অর্থআত্মসাৎ মামলার আসামী গিয়াসউদ্দিন ওরফে কুসুমকে সহযোগিতার করে আসছিলেন বলেও প্রমাণ পায় দুদক।
আরও পড়ুন