প্রতিদিন এক কাপ লাল চা!
প্রকাশিত : ২২:১১, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:০৬, ২৫ জুলাই ২০১৭

এক কাপ লাল চা দিনের শুরুতে যেমন কর্মশক্তি যোগায়, তেমনি দিনের শেষে শরীরে ক্লান্তি দূর করতে সাহায্য করে। লাল চায়ে থিয়োফিলাইন নামক একটি উপাদান রয়েছে যা শরীরকে সতেজ রাখে সবসময়। পাশাপাশি হার্ট ও মস্তিষ্কের জন্যও উপকারী এটি। চাইলে লাল চায়ে কয়েক ফোঁটা লেবুর রস, আদা কিংবা মধু মিশিয়ে নিতে পারেন। এটি বাড়তি পুষ্টি যোগ করবে চায়ে।
জেনে নিন প্রতিদিন লাল চা পান করা কেন জরুরি -
১. লাল চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানসহ এমন কিছু উপাদান রয়েছে যা লাংস, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে।
২. লাল চা শরীরের যেকোনো অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩. লাল চায়ে রয়েছে টেনিস নামক একটি উপাদান যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে।
৪. নিয়মিত লাল চা পান করলে মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়ে। এতে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
৫. লাল চা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৬. হার্ট সুস্থ রাখে লাল চা। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে।
৭. লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া লাল চা আপনাকে দিবে সতেজতা ও কাজ করার দারুণ আমেজ। যে কোনো বয়সী মানুষ লাল চা পান করতে পারেন এক বা একাধিক কাপ।
কেআই/ডব্লিউএন