প্রতিদিন বাড়ির বাইরে বেরোন? ব্যাগে রাখুন দরকারি এই জিনিসগুলো
প্রকাশিত : ১৮:২৯, ৪ সেপ্টেম্বর ২০২২
প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হলে মনে করে ব্যাগে রাখুন এই প্রয়োজনীয় জিনিসগুলি। কী কী রাখবেন? রইল তালিকা।
রোজ যারা বাড়ির বাইরে বেরোন তাদের ব্যাগে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকা অত্যন্ত প্রয়োজন। নাহলে রাস্তাঘাটে হঠাৎ করেই সমস্যায় পড়তে পারেন আপনি। তাই প্রতিদিনের যাতায়াতের সময় ব্যাগে কী কী জিনিস মনে করে রাখবেন সেগুলো একবার দেখে নিন।
ফোনের চার্জার- স্মার্টফোন যখন সঙ্গে থাকবে তখন চার্জার রাখা আবশ্যিক। প্রয়োজনে রাখতে পারেন পাওয়ার ব্যাঙ্ক। চার্জার নিতে ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন আপনি। তাই অফিস হোক বা অন্য কোথাও যাওয়ার থাকলেও ব্যাগে সবার আগে মনে করে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক ঢুকিয়ে নিন।
ইয়ারফোন- লম্বা সফরের ব্যাপার থাকলে ব্যাগে রাখুন ইয়ারফোন। যিনি যে ধরনের ইয়ারফোন ব্যবহার করেন সেটাই সঙ্গে রাখুন। বাড়ি থেকে বেরনোর আগে ইয়ারফোন চার্জ দিয়ে নিন (চার্জেবল হলে)। ইয়ারপডসেও চার্জ দিয়ে রাখুন আগে থেকে।
ওষুধ- অনেকেই প্রতিদিন নিয়ম মাফিক কিছু ওষুধ খান। সেগুলো মনে করে ব্যাগে রাখুন। এছাড়াও সাধারণ কিছু ওষুধপত্র রাখা প্রয়োজন। মাথা ব্যথার সমস্যা থাকলে বাম জাতীয় জিনিস বা এসেনসিয়াস অয়েল রাখতে পারেন। অনেকেরই সফরের সময়ে গা-গোলানোর সমস্যা থাকে। এক্ষেত্রে জোয়ান বা হজমোলা জাতীয় জিনিস এবং প্রয়োজনীয় ওষুধ রাখতে পারেন। তবে সব কিছুর আগে প্রতিদিন যে ওষুধ আপনাকে খেতেই হয় সেগুলো ব্যাগে গুছিয়ে নেওয়া দরকার।
সাজসজ্জার সরঞ্জাম- ধরে নিন অফিস থেকে কোথাও যেতে হবে। অনুষ্ঠান বা নিমন্ত্রণ বাড়ি, হাল্কা সাজ প্রয়োজন। তাই ব্যাগে প্রসাধনীর সামান্য কিছু জিনিস রেখে দেওয়া প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিরুনি, কাজল, লিপস্টিক, বডি-স্প্রে। এছাড়াও রাখতে পারেন টিপের পাতা, সেফটিপিন, ছোট আয়না। আর যারা মেকআপের ব্যাপারে পটু, তারা প্রয়োজনীয় মেকআপের জিনিস রাখতে পারেন ব্যাগে।
পানি এবং ছাতা- গরম হোক বর্ষা ছাতা আপনার সঙ্গী হোক। সঙ্গে রাখুন রুমাল, টিস্যু পেপার, ওয়েট টিস্যু, আর প্লাস্টিক। এছাড়াও পানির বোতল রাখা প্রয়োজন। কারণ বাইরের পানি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। গরমের দিনে পানিতে গ্লুকোজ মিশিয়ে রাখতে পারেন। তীব্র দাবদাহে কাজে লাগবে এই পানীয়।
শুকনো খাবার- টুকিটাকি কিছু শুকনো খাবার ব্যাগে রেখে দেওয়া দরকার। রাস্তাঘাটে অনেকেই যে হোক কিছু খেয়ে নিতে পারেন না শরীরের জন্য। এই অভ্যাস খুব একটা স্বাস্থ্যকরও নয়। তাই বিস্কুট, কেক জাতীয় শুকনো খাবার ব্যাগে রাখতে পারেন।
এসবি/