ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

প্রতিদিনই দেশে ফিরছেন হাজী’রা

প্রকাশিত : ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

পবিত্র হজ পালন শেষে প্রতিদিনই দেশে ফিরছেন হাজী’রা। আজও ৩টি ফ্লাইটে প্রায় সহা¯্রাধিক হাজী দেশে ফিরেছেন। তবে অব্যবস্থপনার কারণে প্রতিটি ফ্লাইটই নির্ধারিত সময়ের বেশ পরে অবতরন করায় ভোগান্তিতে পড়ছেন তারা। ঢাকায় ল্যাগেজ পেতেও বিরম্বনায় পড়তে হচ্ছে বলে অভিযোগ হাজীদের। হজ শেষে দেশে ফেরার প্রথম দিন থেকেই নির্ধারিত সময়ে পৌছাতে না পারার বিড়ম্বনায় পরেন হাজীরা। যা তৃতীয় দিনেও অব্যাহত ছিল। একটি  ফ্লাইটরও সময় মত ঢাকা পৌঁছাতে পারেনি। ফলে চরম ভোগান্তিতে পরে হাজীরা। হাজীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোগান্তির শুরুটা সৌদি আরব থেকেই। সেখান থেকেই প্রতিটি ফ্লাইট নির্ধারিত সময়ের ৩ থেকে ৪ ঘন্টা পরে ছেড়েছে। ঢাকায় অবতরনের পরও ল্যাগেজ পেতেও ২ থেকে ৩ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে বিড়াম্বনা আরও দীর্ঘ হয়েছে। এতোসব সব ভোগান্তির পরেও শান্তিপূর্নভাবে হজ পালন করে দেশে ফিরতে পেরে সন্তুষ্টির কথা জানালেন হাজীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি