ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

‘প্রতিদিনের বাংলাদেশ’ বাজারে আসছে ৮ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ ডিসেম্বর ২০২২

যাত্রা শুরু করছে দেশের নতুন প্রজন্মের দৈনিক পত্রিকা ‘প্রতিদিনের বাংলাদেশ’। আগামী ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে পত্রিকাটি। এ উপলক্ষে গত রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে পত্রিকাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ছাপা, অনলাইন ও ডিজিটাল সংবাদ প্রকাশের তিন মাধ্যমে সমান সোচ্চার থাকবে ‘প্রতিদিনের বাংলাদেশ’।

পত্রিকাটির থিম সংয়ের ভাষায়-‘আমরা বলতে এসেছি বলব, লিখতে এসেছি লিখব’। পত্রিকাটি প্রকাশ করছে রংধনু গ্রুপ।

ওইদিন জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। ছিল শুভেচ্ছা বিনিময়, নাচ, গান, আনন্দ-আড্ডা।

পত্রিকাটির প্রকাশনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঠানো বাণী অনুষ্ঠানে পাঠ করেন বাচিকশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমের নিরপেক্ষতা ও স্বকীয়তা বজায় রাখতে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা একান্ত প্রয়োজন।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘প্রতিদিনের বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্পন্ন প্রকাশনার মাধ্যমে জনগণের সঠিক তথ্যপ্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ পত্রিকা প্রকাশের সাহসী পদক্ষেপ নেওয়ায় রংধনু গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার সংবাদমাধ্যমবান্ধব এবং অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। আমরা সমালোচনাকে সাধুবাদ জানাই। কারণ, সমালোচনা চলার পথকে আরও শাণিত করে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি