ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

প্রতিনিয়ত বাজারে আসছে নিত্যনতুন মোবাইল অ্যাপস

প্রকাশিত : ১৪:৪৫, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:২৩, ২১ অক্টোবর ২০১৬

ব্যাতিক্রমী ধারনা নিয়ে প্রতিনিয়ত বাজারে আসছে নিত্যনতুন মোবাইল অ্যাপস। বিশ্ববাজারে প্রবেশের পাশপাশি এগুচ্ছে অভ্যন্তরীন বাজার, সেই সঙ্গে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। তবে অ্যাপস নির্মান প্রতিষ্ঠানগুলো বলছে; আরো এগিয়ে আসতে হবে বেসরকারি উদ্যোক্তাদের। এদিকে এখাতে আর্থিক সহায়তা প্রদানে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিশ্বব্যাপী প্রায় চারলাখ কোটি টাকার বিশাল বাজার আছে মোবাইল অ্যাপলিকেশন সফটওয়ার, অ্যাপস-এর। ভিন্ন ধারনা আর প্রয়োগরীতি নিয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে দশ হাজারেরও বেশী অ্যাপস। অ্যানরয়েড আর আইওএস ব্যবহারকারীরা এখন অনেকটাই নির্ভরশীল এই অ্যাপসগুলোর ওপর। প্রতিযোগীতাপূর্ণ অ্যাপসের বিশ্ববাজারে নবাগত বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগীতা যেমনই হোক, ব্যাতিক্রমী আইডিয়া নিয়ে মার্কেটে প্রবেশ করতে পারলে ব্যবসায়িক সাফল্য আসবেই। দেশের বাজারে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানী গড়ে উঠছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, প্রস্তুতি চলছে নীতিমালা প্রণয়নের। অ্যাপস নির্মান প্রতিষ্ঠান গুলো বলছে, দেশের বাজারে বেসকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারী পর্যায় থেকেও তৈরি হচ্ছে বিভিন্ন অ্যাপস । যেহেতু স্মার্ট ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে তাই অভ্যন্তরীন বাজার হয়ে উঠছে আরো সম্ভবনাময়। পরিকল্পনার পাশপাশি উপযুক্ত পদক্ষেপ নেবার কারনে আগামী পাঁচ বছরে এই খাতে লক্ষাধিক লোকের কর্মসংস্থান তৈরির স্বপ্নও দেখছে বাংলাদেশ।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি