ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

প্রতিপক্ষ খেলোয়াড়ের ধাক্কায় নাক ভেঙ্গেছে এমবাপ্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৮ জুন ২০২৪

ম্যাক্সিমিলিয়ান ওবারের আত্মঘাতি গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে ফেবারিট ফ্রান্স। তবে ম্যাচের একবারে শেষ মুহূর্তে প্রতিপক্ষ খেলোয়াড় কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকের হাড় ভেঙ্গেছে কিলিয়ান এমবাপ্পের।

ম্যাচের ৯০ মিনিটে হেড করতে গিয়ে দানসোর ঘাড়ে আঘাত লেগে এমবাপ্পের নাক থেকে রক্ত ঝড়তে থাকে। কোচ দিদিয়ে দেশ্যম আর কোন ঝুঁকি নেননি। সাথে সাথে দলের মূল তারকাকে উঠিয়ে নেন। 

পরবর্তীতে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এমবাপ্পের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। তবে এমবাপ্পের নাকে কোন ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে তারা জানিয়েছে।

এর আগে ম্যাচের পরপরই এ সম্পর্কে দেশ্যম বলেছিলেন, ‘তাকে দেখে খুব একটা ভাল মনে হয়নি। নাকে ভালই আঘাত লেগেছে, এতে কোন সন্দেহ নেই। এটা এই ম্যাচে আমাদের সবচেয়ে দু:খজনক ঘটনা। এটা সত্যি যে আক্রমণভাগে আমাদের আরো ভাল করা উচিৎ ছিল। কিন্তু তারপরও জয় দিয়ে শুরু করাটা দারুন বিষয়।’

ম্যাচের আট মিনিটে প্রথম বড় সুযোগটি পেয়েছিলেন এমবাপ্পে। আঁতোয়ান গ্রীজম্যান ও থিও হার্নান্দেজ মিলে এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দেন। বাম দিক থেকে এগিয়ে আসা এমবাপ্পে সেই পাসে শট নিলেও তা পোস্টের অল্প বাইরে দিয়ে চলে যায়। ৩৬ মিনিটে অস্ট্রিয়া এগিয়ে যাবার দারুন এক সুযোগ পেয়েছিল। বামদিক থেকে মিখায়েল গ্রেগোরিশের ক্রস অধিনায়ক মার্সেল সাবিটাইজার কাজে লাগাতে পারেননি। 

দুই মিনিট পর ওসমানে ডেম্বেলে এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দেন। এমবাপ্পের কোনাকুনি শট নিলে দূর্ভাগ্যবশত: ওবার তার নিজের জালেই বল জড়ান। প্রথমার্ধের স্টপেজ টাইমে এমবাপ্পে পেনটেজকে পরীক্ষায় ফেলেছিলেন।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। আদ্রিয়েন রাবোয়িতের এ্যাসিস্টে অস্ট্রিয়ান রক্ষণভাগ ভেঙ্গে গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে।

এর ফলে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। এমবাপ্পের ইনজুরি ছাড়া এই জয়ে কিছুটা হলেও ফরাসি শিবিরে স্বস্তি ফিরে এসেছে। এই জয়ে গ্রুপ-ডি’তে তিন পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। রোববার প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল নেদারল্যান্ডস। 

আগামী শুক্রবার লিপজিগে নেদারল্যান্ডস ও ফ্রান্স মুখোমুখি হবে। একইদিন বার্লিনে অস্ট্রিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি