ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

প্রতিবন্ধি শিশুদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:১৬, ১৮ নভেম্বর ২০১৮

প্রতিবন্ধি শিশুদের কল্যাণার্থে ও তাদের বিভিন্ন দূর্যোগপূর্ণ প্রতিকুলতা থেকে সুরক্ষার জন্য একদিনের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন। রোববার সকালে যশোরের শার্শার নাভারনে নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি ক্ষুদে শিক্ষার্থী ও বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা পরিষদের সদস্যদের মাঝে হাতে কলমে নানাবিধ প্রশিক্ষণ দেয়া হয়।

শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি জনাব আবু বাক্কার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোরাদ হোসেন।

বেনাপোল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিশেষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন স্টেশন অফিসার জনাব তৌহিদুর রহমান, স্টেশন সাব অফিসার ওহাব বিশ্বাস, ফায়ারম্যান জনাব রোকনুজ্জামান, শ্রী শ্যামল কুমার, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, জাহিদুজ্জামান, হাবিবুল্লাহ, গোলাম মোস্তফা এবং মোস্তাফিজুর রহমান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি