একই রক্তে বিয়ের ফল
প্রতিবন্ধী চার ভাই-বোনের জন্ম, দুর্বিষহ জীবন [ভিডিও]
প্রকাশিত : ১৩:১০, ৩ জুলাই ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় একই পরিবারের প্রতিবন্ধী চার ভাই-বোন। নিউরো ডিজেরেটিভ ডিজওর্ডার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। একই রোগে দুর্বিষহ জীবন যাপন করছে বাকী তিনজন।
অভাবের সংসারে তাদের নিয়ে হিমশিম খাচ্ছেন বাবা-মা। সন্তানদের বাঁচাতে চেয়েছেন বিত্তবানদের সহায়তা।
অধিকাংশ সময় ঘরের ভিতর, বারান্দা ও উঠানে বসিয়ে রাখা হয় রাহেলা, রিয়ানা ও রাজেদ মিয়াকে। হা করা অবস্থায় মুখের ভিতরে মশা মাছি আসা যাওয়ার কারণে তারা আক্রান্ত হচ্ছে নানা রোগে।
স্বজনেরা জানায়, দুই থেকে আড়াই বছর বয়স থেকেই তাদের পা ছোট হওয়া শুরু হয়। এরপর দুই পা সরু হয়ে অচেতন হয়ে পড়ে, হাতে শক্তি কমে যায়। ৪ জনের মধ্যে একজন মারা গেছে; বাকীদের নিয়ে কষ্টে খেয়ে না খেযে দিন কাটছে তাদের।
অভাবের সংসারে এতগুলো মানুষের অন্নের যোগান আর প্রতিবন্ধি ছেলে মেয়েদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন না বাবা মা।
নিজ রক্তের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে এমনটি হতে পারে বলে জানালেন চিকিৎসক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটু।
সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে সহৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে অসহায় পরিবারটি।
আরও পড়ুন