ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিবন্ধী নয়, বিশেষ শিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৫১, ২০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

অটিস্টিক শিশুরা প্রতিবন্ধী নয়, তারা বিশেষ শিশু। তারই উজ্জ্বল দৃষ্টান্ত রংপুরের প্রত্যয়। প্রখর স্মরণশক্তির অধিকারী প্রত্যয় কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলা, ইংরেজি ও আরবী সালের যেকোন দিন ও তারিখ বলে দিতে পারে। তবে, পুরনো ক্যালেন্ডার ও ডায়েরি দেখে সে বিষয়টি রপ্ত করেছে বলে জানিয়েছেন বাবা-মা। 

প্রত্যয়, পড়াশোনায় পিছিয়ে থাকলেও অসম্ভব মেধা আর বুদ্ধিমত্তার অধিকারীপরিচয় দিয়েছে প্রত্যয়। ইংরেজি, বাংলা ও আরবি সালের যেকোন তারিখ বললেই ওই দিন কি বার ছিলো তা অনায়াসেই বলে দিতে পারছে সে।

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার অ্যাডভোকেট খায়রুল ইসলাম বাপ্পির বড় ছেলে প্রত্যয়। জন্মের পর থেকে সাড়ে ৩ বছর কথা বলেনি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিশ্চিত করেন প্রত্যয় অটিস্টিক শিশু। এরপর থেকে কাউন্সিলিং করা হচ্ছে।

বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে প্রত্যয়। তার স্বপ্ন বাস্তবায়নে সমাজের সবার সহযোগিতা চায় তার পরিবার।

প্রত্যয়ের মত শিশুরা সমাজের বোঝা নয়। সমাজের সবার সহযোগিতা ও সঠিক কাউন্সিলিংয়ে অটিস্টিক শিশুদেও স্বাভাবিক জীবন নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন প্রত্যয়ের স্বজনেরা।


আরও দেখুন ভিডিওতে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি