ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতিবেশী দেশের সমন্বয়ে নিষেধাজ্ঞা দিলে আরও বাড়বে মাছ (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৩১ মে ২০২২

৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বছরে ১৫ শতাংশ মাছ উৎপাদন বাড়ছে বলে জানিয়েছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময়ে বাংলাদেশের জলসীমায় এসে অন্য দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে শতভাগ সফল হচ্ছে না সরকারের উদ্যোগ। প্রতিবেশী দেশের সমন্বয়ে নিষেধাজ্ঞা দেয়ার পরামর্শ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের।

২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার টন। ২০২০-২১ অর্থবছরে ইলিশের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার টন। ১৩ বছরে উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ।

দেশের মোট মৎস্য উৎপাদনের ১২ দশমিক ২২ শতাংশ আসে ইলিশ থেকে। বর্তমানে ডিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশেরও বেশি।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, “আমাদের এই সফলতা পার্শ্ববর্তী অনেক দেশেই ইলিশ উৎপাদনের ক্ষেত্রে রোল মডেল হিসেবে বিবেচনা করে। দেশের নদনদীর ক্যারিং ক্যাপাসিটি কত, বর্তমান মজুদ কত, কতটুকু আহরণ করা যাবে- সেই বিষয়গুলো সক্রিয় বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে সরকার।”

ইলিশের উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই সাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ। তবে এই সময় বিপাকে পড়েন জেলেরা। 

জেলেরা জানান, “প্রথম ২২ দিনের অভিযানের পর ২ মাসের নিষেধাজ্ঞা গেল। এখন আবার ৬৫ দিনের অভিযান। আমরা জেলেরা অনেক কষ্টে চলছি। সপ্তাহ গেলে ঋণের টাকা দিতে হয়। না দিলে তারা ঘরের দুয়ারে দাঁড়িয়ে থাকে।”

জেলেদের দাবি, তারা সরকারি নিষেধাজ্ঞা মানলেও বাংলাদেশের জলসীমায় ঢুকে অন্য দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে সরকারের পরিকল্পনা। 

জেলেরা জানান, “অবরোধের সময় হলেই জাল কিনারে উঠিয়ে ফেলি কিন্তু পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তারা এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে।”

সরকারের নানা উদ্যোগ আর জেলেদের ত্যাগে ইলিশ আহরণে শীর্ষে বাংলাদেশ। মৎস্যসম্পদ রক্ষায় প্রতিবেশী দেশের সমন্বয়ে অবরোধ দেওয়া হলে বাংলাদেশ আরও লাভবান হবে বলে আশা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের।

মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, “আমাদের সময়টা হচ্ছে ২০ মে থেকে ২৩ জুলাই, তাদের সময়টা ভিন্ন। এটা একসঙ্গে করা যায় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে।”

নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্যসহায়তার পাশাপাশি মনিটরিং জোরদারের কথা জানিয়েছে মৎস্য বিভাগ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি