ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২১:২০, ২৭ জানুয়ারি ২০২৩

প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভোলায় পাওয়া গ্যাস শিগগির জাতীয় গ্রিডে যোগ হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এরপর কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, বিদ্যুতের দাম পর্যায়ক্রমে অল্প অল্প করে সমন্বয় করা হবে।

গ্যাসের দামেরও সমন্বয় করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, তা আগামী দুইমাসের মধ্যে জাতীয় গ্রিডে যোগ করা হবে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা চলমান থাকবে। 

তিনি বলেন, ‘গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারব বলে আশা করছি।’

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি