ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ১৩ মে ২০২৪

Ekushey Television Ltd.

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম দফায় দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে এ প্রস্তাব করেন পুতিন। 

সের্গেই শোইগুর স্থানে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে। 

রাশিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে। 

সের্গেই শোইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছিল। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। শোইগু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি