ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

প্রতিহিংসা ভুলে রাজনৈতিক দলগুলোকে আবারো সংলাপের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯:৫৮, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০১, ২৫ মার্চ ২০১৬

গনতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে প্রতিহিংসা ভুলে রাজনৈতিক দলগুলোকে আবারো সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলেক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। আর দলে পরিচ্ছন্ন রাজনীতি ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন স্থায়ী কমিটির নেতা মওদুদ আহমদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এ আলোচনা সভার। এতে সভাপতি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশে গনতন্ত্রের নামে খেলা চলছে। আর নির্বাচন কমিশন ভোট নিয়ে প্রহসন করছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংলাপের আহ্বান জানান তিনি। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, পরিচ্ছন্ন রাজনীতি করতে দলকে আগে পরিচ্ছন করা প্রয়োজন। আরেক স্থায়ী কমিটির নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, রিজার্ভ চুরির ঘটনার দায় এড়াতে পারেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এর আগে, রাজধানীতে আরেক সভায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশে নির্বাচনকে অকার্যকর করা হ্েছ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি