ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করতেই সীমান্তে উত্তেজনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ১০:২৪, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করতেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছে মিয়ানমার- এমনটাই মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এক্ষেত্রে বিশ্বের শক্তিধর দেশগুলোকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তারা। একইসাথে সীমান্তে নজরদারি বাড়ানোরও দাবি তাদের।
রাখাইনে নিধন শুরুর পর থেকে স্রোতের মত রোহিঙ্গারা এসেছে বাংলাদেশে। বর্তমানে তাদের সংখ্যা ১০ লাখ ছাড়ালেও এখনো শুন্য রেখায় অবস্থান করছে আরো অনেকে।
নানা আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও এরই মধ্যে বান্দরবানের তমব্রু সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে মিয়ানমার। একইসঙ্গে নির্মান করছে কাঁটাতারের বেড়া।
এসব উষ্কানীতে পাত্তা না দিয়ে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।
তারা বলছেন, জাতিসংঘের উচিৎ বাংলাদেশের পাশে দাঁড়ানো। একইসঙ্গে জাতিগত নিধনের দায়ে সুচিকে বিচারের আওতায় আনার দাবিও তাদের।
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর খাদ্য সহায়তা বন্ধ হয়ে গেলে বাংলাদেশের ওপর ভয়াবহ চাপ পড়বে বলেও মনে করেন বিশিষ্টজনেরা।


এসইউএ/





Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি