ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রথম জয়ের আশায় ব্যাট করছে খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪২, ১২ জানুয়ারি ২০১৯

বিপিএলের ষষ্ঠ আসরের ১১তম ম্যাচে টসে হেরে ব্যাট করছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। শনিবার দুপুরে শুরুতে ১৮ রান সংগ্রহ করে নাঈম হাসানের বলে আবু জয়েদের ক্যাচে আউট হন পল স্টারলিং। এরপর সাজঘরে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। রবি ফ্রালিনক বোলে মোসাদ্দেক হোসেনের ক্যাচে আউট হন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৩ ওভারে ৯৫ রান করেছে খুলনা। ক্রিজে আছেন ডেভিড মালান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি খুলনা। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হারের পর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তারা হেরেছে ১০৫ রানের বড় ব্যবধানে। আর শেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে পরাজয়ের ব্যবধান ৭ উইকেটের।

অন্য দিকে ২ ম্যাচ খেলে ১টি করে জয়-পরাজয় দেখেছে চিটাগং ভাইকিংস। উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারানো চিটাগং নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে হেরেছে ৫ রানের জন্য। তাই জয়ের ধারায় ফিরতে চায় তারা।

খুলনা টাইটানস একাদশ

পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকী, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও জুনায়েদ খান।

চিটাগং ভাইকিংস একাদশ

মোহাম্মদ শাহাজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সিকান্দার রাজা, রবি ফ্রালিনক, খালেদ আহমেদ, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও আবু জয়েদ রাহি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি