ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

প্রথম টেস্টের আগে প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত : ২০:২৩, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:২৩, ১৮ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ দিন পর টেস্ট খেলাটা কঠিণ হলেও অসম্ভব নয় বলে মন্তব্য করেন সাকিব। নিজেদের দলের সামর্থ্য নিয়ে পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অনুশীলন থাকলেও, বাংলাদেশ দল প্রায় ঘন্টা খানেক আগেই মাঠে এসে উপস্থিত হয়। ব্যাট বল হাতে মাঠেও নেমে পড়ে টাইগাররা। বাংলাদেশ কবে শেষ টেস্ট খেলেছে তা মনেই করতে পারলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আাল হাসান। প্রায় ১৪ মাস পর আবার নতুন করেই সব শুরু করতে হবে স্বাগতিকদের। তাই বলে হতাশ নন টাইগার অলরাউন্ডার সাকিব। বেশ কিছু দিন টেস্ট কিংবা দীর্ঘ পরিসরে খেলা না হলেও প্রস্তুতিটা ভালই হয়েছে বলে জানান তিনি। টেস্ট ম্যাচ জিততে প্রতিপক্ষকে দুইবার অল-আউট করতে হবে। ইংল্যান্ড দলকে শক্তিশালী মানলেও, তাদের ২০ উইকেট তুলে নেয়ার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেন সাকিব আল হাসান। এক্ষেত্রে স্পোটিং উইকেটের প্রয়োজন বলে জানান ৪২ টেস্ট ম্যাচ খেলা এই অল রাউন্ডার। এখন পর্যন্ত ৯৩ টেস্টে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশের। তাছাড়া সর্বশেষ ২ টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বিঘœীত ম্যাচে ড্র করে তারা। যা বাড়তি অনুপ্রেরণা হতে পারে টাইগারদের জন্য।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি