ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম দফার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ভোট হয়েছে

প্রকাশিত : ১৮:৫৩, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশের মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় উৎসবের আমেজে প্রথম দফার স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ভোট হয়েছে। মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোটাভুটি দেখে শিক্ষামন্ত্রী বলেন, গণতান্ত্রিক শিক্ষায় দেশ পরিচালনার দক্ষতা অর্জনের লক্ষ্যেই এই নির্বাচন। সারাদেশ দুই দফায় মাধ্যমিক এবং দাখিল মাদ্রাসা ২২ হাজার ৯শ ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন করবে শিক্ষার্থীরা। প্রথম দফায় সোমবার ৩শ ৭৫ টি উপজেলা ও ৮টি সিটি কপোরেশনে ভোটাভুটি হয়েছে। স্কুলগুলোতে উৎসবের আমেজ। ভোট দিতে পেরে দারুন খুশি শিক্ষার্থীরা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারসহ সব দায়িত্বই পালন করছে ছাত্রছাত্রীরা। নির্বাচনের মাধ্যমে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জন করবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী। এই নির্বাচনের মাধ্যমে ছাত্রছত্রীরা অন্যের প্রতিসহনশীল, শত্রু ভাবাপন্ন দূর হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি