প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৫৩
প্রকাশিত : ১৭:৪০, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪২, ৪ সেপ্টেম্বর ২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ। ব্যক্তিগত ৬২ রানে ক্রিসে রয়েছেন অধিনায়ক মুশিফিকুর রহিম ও ব্যক্তিগত ১৯ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাসির হোসনে। এই দুই ব্যাটসম্যান আগামীকাল দ্বিতীয় দিনের ব্যাট করবেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাংটিয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। টানা দুই টেস্টেই টস হারল অস্ট্রেলিয়া, দ্বিতীয়বারের মতো অতিথিরা পেল ফিল্ডিং।
শেষ বিকেলে সাব্বির রহমানের আউট বেশ শঙ্কা জাগিয়েছিল। শেষের ঝড়ে না আবার গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। তবে মুশফিকুর রহিম ও নাসির হোসেন নিরাপদে বাকি দিন পার করে দিয়েছেন। সপ্তম উইকেটে অপরাজিত ৩১ রান যোগ করেছেন এ দুজন।
প্রথম দিনের খেলার ৮২তম ওভারে নাথান লায়নের পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফিরেন সাব্বির রহমান। সম্ভবত দিনের সবচেয়ে নির্বিষ বলে আউট হয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৬৬ রান তুলেন তার ব্যক্তিগত ঝুলিতে। ষষ্ঠ উইকেট জুটিতে ১০৫ রান যোগ করেছেন মুশফিক-সাব্বির। লেগ স্টাম্পের বেশ বাইরের একটি শর্ট বল হাঁকাতে গিয়ে ভারসাম্য হারান সাব্বির। তাতে স্টাম্পিং করতে ভোলেননি অজি উইকেট রক্ষক ম্যাথু ওয়েড। তবে এর আগেই ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এটি তাঁর ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক।
টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয়। ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা। সেই বিপদ থেকে দলকে বের করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির । সাব্বিরের ৬৬ রানের ইনিংসটিতে ৬টা চারের সঙ্গে ছিল একটি ছয়। মুশফিক দেখে-শুনে ঠাণ্ডা মাথায় খেলছেন। মারার বলকে ‘শাস্তি’ দিচ্ছেন যথাযথভাবেই।
প্রথমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার শুরুটা করেছিলেন সাবধানে। কিন্তু ১৩ রানে তামিমকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান নাথান লায়ন। এর কিছুক্ষণ পরই ফের আঘাত হানেন লায়ন। তামিমের পথ ধরে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েসও। লায়নের জোড়া আঘাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে যাওয়ায় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর ভালোই প্রতিরোধ গড়ে তোলেছিলেন প্রথম টেস্টে ব্যর্থ সৌম্য সরকার ও দ্বিতীয় টেস্টে দলে ফেরা মমিনুল হক। কিন্তু সেই প্রতিরোধ ভেঙ্গে যায় লায়নের স্পিন ঘুর্ণিতে। সৌম্যকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন নিজের তৃতীয় উইকেট।
লাঞ্চ বিরতির পর মমিনুল ও সাকিব হাল ধরেন। এবারও আঘাত হানেন সেই লায়ন। এবার মমিনুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ব্যক্তিগত ৩১ রানে। পরে সাকিবের সঙ্গে অধিনায়ক মুশফিক লড়াই গড়ে তোলেন। কিছুক্ষণ পর অ্যাস্টন অ্যাগারের বলে ব্যক্তিগত ২৪ রানে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব। পরে অধিনায়কের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন সাব্বির রহমান। ব্যক্তিগত ৬৬ রানে সাব্বির আউট হওয়ার পর ক্রিজে আসে নাসির হোসন। অধিনায়কের সঙ্গে শেষ দিকে জুটি গড়ে তোলেন।
২৮ ওভার বল করে ৭৭ রান দিয়ে মূল্যবান ৫টি উইকেট তুলে নেন নাথান লায়ন। আর ১৭ ওভার বোল করে ৪৬ রান দিয়ে একটি উইকেট নেন অ্যাস্টন অ্যাগার। বাংলাদেশের বিরুদ্ধে ৬ জন বোলারকে ব্যবহার করেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
এদিকে বাংলাদেশ দলের স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। তার জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে পেসার শফিউলকে। ঢাকা টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সোমবার শুরু হওয়া টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিততে চায় মুশফিকুর রহিমের দল।
এমন চাপে অস্ট্রেলিয়া সব সময় থাকে না, এমন সুযোগ সব সময় বাংলাদেশের সামনেও আসে না। তাই সুযোগ দুই হাতে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন মুশফিক।
বাংলাদেশ প্রথম ম্যাচে জেতার পর কখনও টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি। দুইবার জিম্বাবুয়ে ও একবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সূত্র : ইসপিএন ক্রিকইনফো।
টিকে