ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা মেহেরপুরবাসীর

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ০৮:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

দিবসটি পালন উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে শহরের শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। 

পরে পুলিশ সুপার  এস.এম.নাজমুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড.ইবরাহীম শাহীন, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।

এছাড়া দিবসটি পালনে অনান্য কর্মসূচীর মধ্যে আলোচনাসভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ভাষা সৈনিকদের সংবর্ধনাসহ নানা আয়োজনে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি