ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম স্বামীর কবর জিয়ারতের পর যা বললেন পরীমণি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ২৫ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা যান চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। তার মৃত্যুর খবর যেভাবে প্রকাশ হয়েছে তা নিয়ে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। 

ইসমাইল হোসেনের বাবাসহ প্রথম স্বামীর কবর জিয়ারত করেছেন তিনি। পরে এক প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, তার মৃত্যুর সংবাদ যেভাবে প্রকাশ হয়েছে, এতে তিনি কষ্ট পেয়েছেন।

পরীমণি বলেন, ‘কারও মৃত্যু তো হাসি-তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন, খবর প্রকাশ করেছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি।’

চিত্রনায়িক বলেন, ‘এবার বাড়িতে আসার পরই আমার মা (খালাকে মা বলে ডাকেন পরীমণি) বললেন ও (ইসমাইল) তো বাইক অ্যাক্সিডেন্ট করছে।’ আমি বললাম, ‘কী!’ পরে বললেন, ‘ও তো মারা গেছে!’ 
‘এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’

পরীমণি বলেন, ‘এ জীবনে একমাত্র নানুভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি। আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি, কবর জিয়ারত করেছি।’ 

তিনি আরও বলেন, ‘সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর হলো ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।’

গত শুক্রবার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ইসমাইল হোসেন। ওইদিন রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি